কাগজে মুদ্রিত রেফারেন্স বইয়ের চেয়ে অনলাইন রেফারেন্স বইয়ের দুটি সুবিধা বেশি। এক, অনলাইন রেফারন্স বই নিয়মিত আপডেট করা হয়। দুই, মুদ্রিত বইয়ে শুধু লেখা আর ছবি ছাপা থাকে, অন্যদিকে অনলাইন রেফারেন্স বইয়ে ভিডিও এবং অডিও যুক্ত থাকে।
এনসাইক্লোপেডিয়া : বর্তমানে বাজারে বেশ কিছু এনসাইক্লোপেডিয়া ডিভিডি ও সিডিতে পাওয়া যায়। কিন্ত এর সীমাবদ্ধতার কারণে অনলাইন সংস্করণগুলোই বেশি জনপ্রিয়।
কিছু এনসাইক্লোপেডিয়ার ওয়েব ঠিকানা নিচে দেওয়া হলো :