Pages

Saturday, August 29, 2009

হিসাব-নিকাশের জন্য ব্যবহার করুন Taking Calculator .



হিসাব নিকাশের জন্য আমরা সাধারণত উইন্ডোজের ডিফল্ট ক্যালকুলেটর ব্যবহার করি। লক্ষ্য করা যায়, প্রায় সব ধরনের সুযোগ সুবিধা আমরা এই ক্যালকুলেটর থেকে পাই না। Taking Calculator দিয়ে আশা করি আপনি আপনার সব ধরনের হিসাব নিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ক্যালকুলেটরটি কথা বলতে পারে। ফলে আপনি যা লিখবেন তা সাথে সাথে বলে দিবে। ইন্সটল করে ব্যবহার করে দেখুন। আশা করি কিছুটা হলেও ভালো লাগবে।
Download Talking Calculator