Pages

Sunday, August 30, 2009

অনলাইনে রেফারেন্স বই

একটা সময় ছিল ছাত্রছাত্রীরা কোনো রেফারেন্স বইয়ের সন্ধানে এক লাইব্রেরী থেকে আরেকক লাইব্রেরীতে ছুটে বেড়াতে হতো। এতে সময় ও অর্থের অপচয় হতো। কিন্ত প্রযুক্তির কল্যাণে আজ সেই অবস্থা অনেকখানি পাল্টে গেছে। এখন ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তে থাকা একটি রেফারেন্স বই আপনি পেয়ে যাবেন (যদি আপনার প্রয়োজনীয় রেফারেন্স বইটির অনলাইন সংস্করণ থাকে) সহজেই।

কাগজে মুদ্রিত রেফারেন্স বইয়ের চেয়ে অনলাইন রেফারেন্স বইয়ের দুটি সুবিধা বেশি। এক, অনলাইন রেফারন্স বই নিয়মিত আপডেট করা হয়। দুই, মুদ্রিত বইয়ে শুধু লেখা আর ছবি ছাপা থাকে, অন্যদিকে অনলাইন রেফারেন্স বইয়ে ভিডিও এবং অডিও যুক্ত থাকে।
এনসাইক্লোপেডিয়া : বর্তমানে বাজারে বেশ কিছু এনসাইক্লোপেডিয়া ডিভিডি ও সিডিতে পাওয়া যায়। কিন্ত এর সীমাবদ্ধতার কারণে অনলাইন সংস্করণগুলোই বেশি জনপ্রিয়।

কিছু এনসাইক্লোপেডিয়ার ওয়েব ঠিকানা নিচে দেওয়া হলো :

Encarta


Britannica

Comptons

Encyberpedia

Funkandwagnalls

Encyclopedia

কিছু অনলাইন অভিধান ঠিকানা :

M-w


cup.com


Onelook


Natom

Media Monkey একটি অডিও ম্যানেজমেন্ট প্রোগ্রাম

এটি একটি অডিও ম্যানেজমেন্ট প্রোগ্রাম। এটি দিয়ে খুব সহজেই আপনার কম্পিউটারের সব mp3 গানকে গুছিয়ে নিতে পারবেন। যা থেকে খুব দ্রুত কোন গানের title, artist, album, rating ইত্যাদির ভিত্তিতে খুজে পেতে পারেন।
এটি দিয়ে ডুপ্লিকেট গানও খুজে বের করতে পারবেন। খুজে পাওয়া গান শোনা ছাড়াও আপনার কম্পিউটারের সাথে যুক্ত অন্যান্য ডিভাইসে সেন্ট করতে পারবেন। গানের ট্যাগ সম্পাদনা করা, নেট রেডিও শোনা, পছন্দের গানগুলি দিয়ে প্লেলিষ্ট করে রাখা ইত্যাদি যাবতীয় কাজ অনায়াসে করিয়ে নেয়া যায় এটি দিয়ে।
এটি পেতে এখানে ক্লিক করুন। আশা করছি এটি আপনাদের ভাল লাগবে।
Download MediaMonkey Now:

গুগল আর্থের শর্টকাট Key


গুগল আর্থ দিয়ে আপনি ইচ্ছা করলে আপনার এলাকা অথবা পছন্দমত যে কোন দেশের অবস্থা দেখতে পারবেন। গুগল আর্থ ব্যবহারীরা এই শর্টকাট গুলো দিয়ে কাজ করতে পারবেন। শর্টকাট কি জানলে আপনি সহজে বিমান দিয়ে উড়ে বিশ্ব কে দেখতে পারবেন। শটকার্ট কি গুলা হচ্ছে...
Alt + F (English/Japanese)
Alt + F (French)
Alt + F (Italian)
Alt + D (German)
Alt + A (Spanish
Alt + E (English/Japanese)
Alt + M (French)
Alt + M (Italian)
Alt + B (German)
Alt + E (Spanish

ফাইল ওপেন করতে চাইলে Ctrl+o
সেভ ইমেজ Ctrl+alt+s
গুগল ম্যাপ দেখতে Ctrl +Alt+m
মেইল ভিউ Ctrl+Alt+E
ফাইল খোজার জন্যCtrl +F
রিনেম Ctrl+M
নতুন জায়গার জন্য Ctrl+Shift+p
নতুন ফোল্ডার Ctrl+Shift+n
নেভিগেশন পরিবর্তন Ctrl+t
নতুন পলিগন Ctrl+G

এগুলো ব্যবহার করে আপনি যে কোন সময় ঘুরে বেড়াতে পারবেন এক দেশ থেকে অন্য দেশে।

Download Google Earth 5.0

Saturday, August 29, 2009

হিসাব-নিকাশের জন্য ব্যবহার করুন Taking Calculator .



হিসাব নিকাশের জন্য আমরা সাধারণত উইন্ডোজের ডিফল্ট ক্যালকুলেটর ব্যবহার করি। লক্ষ্য করা যায়, প্রায় সব ধরনের সুযোগ সুবিধা আমরা এই ক্যালকুলেটর থেকে পাই না। Taking Calculator দিয়ে আশা করি আপনি আপনার সব ধরনের হিসাব নিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ক্যালকুলেটরটি কথা বলতে পারে। ফলে আপনি যা লিখবেন তা সাথে সাথে বলে দিবে। ইন্সটল করে ব্যবহার করে দেখুন। আশা করি কিছুটা হলেও ভালো লাগবে।
Download Talking Calculator

Friday, August 21, 2009

শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই খুব সহজে দিতে পারবেন ছবির মধ্যে ইফেক্ট




আপনি Adobe Photoshop ছাড়া ও ছবিকে করতে পারেন অনেক নান্দনিক ও সুন্দর। এজন্য আপনি DreamLight Photo Editor ব্যবহার করতে পারেন। এটি কোন বিশাল সাইজের সফটওয়্যার না এটি খুব ছোট একটি সফটওয়্যার এবং এটি যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারবেন। এটি ডাউনলোড করে সেটাপ দিয়ে আপনি যে কোন ছবিকে খুব সুন্দর সুন্দর ইফেক্ট দিতে পারেন। কি বিশ্বাস হচ্ছে না ডাউনলোড করেই দেখুন না। সফটওয়্যারটি এই লিংক থেকে ডাউনলোড করা যাবে। এই সাইট থেকে আরো অনেক ইফেক্টের্ সফটওয়্যার একদম ফ্রি ডাউনলোড করতে পারবেন।