এটি একটি অডিও ম্যানেজমেন্ট প্রোগ্রাম। এটি দিয়ে খুব সহজেই আপনার কম্পিউটারের সব mp3 গানকে গুছিয়ে নিতে পারবেন। যা থেকে খুব দ্রুত কোন গানের title, artist, album, rating ইত্যাদির ভিত্তিতে খুজে পেতে পারেন।
এটি দিয়ে ডুপ্লিকেট গানও খুজে বের করতে পারবেন। খুজে পাওয়া গান শোনা ছাড়াও আপনার কম্পিউটারের সাথে যুক্ত অন্যান্য ডিভাইসে সেন্ট করতে পারবেন। গানের ট্যাগ সম্পাদনা করা, নেট রেডিও শোনা, পছন্দের গানগুলি দিয়ে প্লেলিষ্ট করে রাখা ইত্যাদি যাবতীয় কাজ অনায়াসে করিয়ে নেয়া যায় এটি দিয়ে।
এটি পেতে এখানে ক্লিক করুন। আশা করছি এটি আপনাদের ভাল লাগবে।
Download MediaMonkey Now:
No comments:
Post a Comment